পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মো. মারুফ শেখ (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রুদ্র বড়াল (২৮) নামের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পিরোজপুর সদর উপজেলার অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মারুফ শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রাম এলাকার মো. ইদ্রিস শেখের ছেলে। আহত রুদ্র বড়াল নেছারাবাদ উপজেলার রবিন্দ্র বড়ালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে পিরোজপুরের কাউখালী থেকে আসা একটি মোটরসাইকেল অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর হুইল গার্ডে আঘাত করলে ঘটনাস্থলেই চালক নিহত হন ও একজন আহত হন। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ও আহতকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশিতা বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
The post পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.