পটুয়াখালী প্রতিনিধি:
আগের তুলনায় এখন সংখ্যালঘুরা নিরাপদে আছেন বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, অভ্যুত্থানের পর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়িতে বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাড়ি বা উপাসনালয়ে যে অপ্রীতিকর ছোট ছোট ঘটনা ঘটেছে, তা ধর্মীয় কোনো কারণে নয়, বরং রাজনৈতিক কারণে ঘটেছে। এসব ঘটনায় এ পর্যন্ত ৯২টি মামলা হয়েছে। এ পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশ্ব মিডিয়ার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আগের সব সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদ অবস্থানে আছেন। এদেশের সবার নিজ নিজ ধর্ম চর্চার অধিকার আছে। এ অধিকার যে ক্ষুণ্ন করতে চায়, তাকে আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের। বাংলাদেশকে নিয়ে বিশ্বে অনেকে মিথ্যাচার করছে। বাংলাদেশে সবার মধ্যে সৌহার্দ্য বিরাজমান।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি হজের বিষয়ে বলেন, এবার হজে দুটি প্যাকেজ করা হয়েছে। হজ ম্যানেজমেন্ট টিম সৌদিতে যেতে শুরু করেছে। আগামী সপ্তাহে চুক্তি করতে টিম নিয়ে সৌদি আরবে যাওয়া হবে সৌদির হজ মন্ত্রীর সঙ্গে চুক্তি করতে। ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীদের সর্বোচ্চ সেবা দেবে।
পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসমা আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস সদস্য মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ্ মো. নেছারুল হক, জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদসহ অনেকে
The post আগের তুলনায় এখন সংখ্যালঘুরা নিরাপদ: ধর্ম উপদেষ্টা appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024