বিপিএলের উদ্বোধনী দিনের টিকিট না পাওয়ার ক্ষোভ দেখলো মিরপুর। এক নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থেকে আগের দিন টিকিট পাননি অনেকে।
তাদের ক্ষোভের মুখে ২৪ ঘণ্টারও কম সময় আগে জানানো হয়, টিকিট পাওয়া যাবে মধুমতি ব্যাংকের সাতটি ব্রাঞ্চে। যদিও বেশিরভাগ টিকিটই ছাড়া হয়েছে অনলাইনে।
মঙ্গলবার সকাল থেকে আবারও এ নিয়ে ক্ষোভ তৈরি হয়। দর্শকরা জানান, মধুমতি ব্যাংকে গিয়েও টিকিট পাচ্ছেন না তারা। এজন্য ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের সামনে ভিড় করেন।
বিভিন্ন স্লোগান দিয়ে স্টেডিয়ামের মূল ফটকের গেটের সামনে জড়ো হন তারা। ধাক্কাধাক্কির এক পর্যায়ে গেট ভেঙে যায়। এরপর উত্তেজিত জনতা স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়লে লাঠিচার্জ করে পুলিশ।
এ সময় দুর্বার রাজশাহীর টিম বাস মাঠে ঢুকতে চেয়েও পারেনি। গাড়ি ঘুরিয়ে চার নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করে তারা। ব্যক্তিগত গাড়িতে চড়া মেহেদী হাসান মিরাজকেও আটকে দেন দর্শকরা।
The post ম্যাচের আগে মিরপুরে দর্শকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024