নাজমুল হক মুন্না উজিরপুর সংবাদদাতা :: ” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরিশালের উজিরপুরে উপজেলা পরিষদ ও উজিরপুর পৌরসভার যৌথ উদ্যোগে তারুণ্যের উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে ৩০ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে তারুণ্যের উৎসবের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।পরে একটি রেলী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ করে। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান,মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কর্মসুচির ও শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক হাসনাত জাহান খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী,মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালাম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক শিক্ষার্থী।
The post উজিরপুরে তারুন্যের উৎসব পালিত হয়েছে appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.