যশোরে ডাকাতির প্রস্তুতির সময় দুটি বিদেশি পিস্তল, অস্ত্র ও একটি মাইক্রোবাসসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, চৌগাছা উপজেলা সদরের বিশ্বাসপাড়ার মগরেব আলীর ছেলে গোলাম মোস্তফা, একই উপজেলার পুড়পাড়ার নিরিলিপাড়ার আবু খায়েরের ছেলে রকি বিশ্বাস, যশোর সদর উপজেলা নতুন খয়েরতলা এলাকার মৃত মোজাহার মন্ডলের ছেলে মিজানুর রহমান ও একই উপজেলার চুড়ামনকাটি গ্রামের আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহম্মেদ।
ডিবি পুলিশ সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে জানায়, রোববার (২৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ডাকাতির জন্য কতিপয় যুবক প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় ডিবি পুলিশ অভিযান চালায়। এসময় ওইস্থান থেকে চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে খুন, ছিনতাই, অপহরণ ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ
The post ডাকাতির প্রস্তুতির সময় পিস্তল-গুলি ও মাইক্রোসহ আটক ৪ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024