9:29 am, Friday, 3 January 2025

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ আদেশ জারি করা হয়। খবর রয়টার্স

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করার দায়ে তাকে অভিশংসন ও ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়েছে।

উচ্চ-পদস্ত কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত কর্মকর্তা (সিআইও) জানিয়েছেন, সিউলের পশ্চিম জেলা আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মূলত অধিক তদন্তের স্বার্থে আদালত ইউনকে গ্রেফতারের অনুমতি দিয়েছেন।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার দায়িত্বশীল প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই প্রথম গ্রেফতারি পরোয়ানা। আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে সিআইও কোনো মন্তব্য করেনি। এছাড়া আদালতও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে কীভাবে এই গ্রেফতারি পরোয়ানা কার্যকর হবে সেটিও স্পষ্ট নয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা সেবা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করা হবে।

সিআইও জানিয়েছে, প্রেসিডেন্ট ইউনের বাসভবনে অভিযান চালাতেও আদালত অনুমতি দিয়েছেন। যদিও পুলিশ এর আগে তার বাসভবনে অভিযান চালাতে গিয়েও ব্যর্থ হয়। বিশেষ করে প্রেসিডেন্টের নিরাপত্তা সেবা এতে সাহায্য করেনি।

ইউন সুক ইওল বিদ্রোহ করার দায়ে সম্ভবত একটি ফৌজদারি অপরাধের মুখোমুখি হতে পারেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির ভারপ্রাপ্ত নেতা হান ডাক-সু মঙ্গলবার ইউনহপ নিউজ এজেন্সি বলেন, এভাবে একজন প্রেসিডেন্ট আটক করা ঠিক হবে না।

সূত্র: রয়টার্স

 

খুলনা গেজেট/এনএম

The post দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Update Time : 10:35:14 am, Tuesday, 31 December 2024

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ আদেশ জারি করা হয়। খবর রয়টার্স

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করার দায়ে তাকে অভিশংসন ও ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়েছে।

উচ্চ-পদস্ত কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত কর্মকর্তা (সিআইও) জানিয়েছেন, সিউলের পশ্চিম জেলা আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মূলত অধিক তদন্তের স্বার্থে আদালত ইউনকে গ্রেফতারের অনুমতি দিয়েছেন।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার দায়িত্বশীল প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই প্রথম গ্রেফতারি পরোয়ানা। আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে সিআইও কোনো মন্তব্য করেনি। এছাড়া আদালতও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে কীভাবে এই গ্রেফতারি পরোয়ানা কার্যকর হবে সেটিও স্পষ্ট নয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা সেবা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করা হবে।

সিআইও জানিয়েছে, প্রেসিডেন্ট ইউনের বাসভবনে অভিযান চালাতেও আদালত অনুমতি দিয়েছেন। যদিও পুলিশ এর আগে তার বাসভবনে অভিযান চালাতে গিয়েও ব্যর্থ হয়। বিশেষ করে প্রেসিডেন্টের নিরাপত্তা সেবা এতে সাহায্য করেনি।

ইউন সুক ইওল বিদ্রোহ করার দায়ে সম্ভবত একটি ফৌজদারি অপরাধের মুখোমুখি হতে পারেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির ভারপ্রাপ্ত নেতা হান ডাক-সু মঙ্গলবার ইউনহপ নিউজ এজেন্সি বলেন, এভাবে একজন প্রেসিডেন্ট আটক করা ঠিক হবে না।

সূত্র: রয়টার্স

 

খুলনা গেজেট/এনএম

The post দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.