একের পর এক চার ও ছক্কার মার দেখা গেল একাদশ বিপিএলের উদ্বোধনী ম্যাচে। এক দলে এনামুল হক বিজয় ও ইয়াসির আলি রাব্বি, অন্য দলে মাহমুদউল্লাহ রিয়াদ ও পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। এই চার জনের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ তারা ব্যাট নয়, বোলারদের ওপরে যেন তলোয়ার চালিয়েছেন।
দুই দলের মোট ৫৬টি বাউন্ডারির মধ্যে এই চার জন মেরেছেন ৪১টি। তাতে বেশির ভাগ রান এসেছে তাদের ব্যাট থেকে। দর্শকরা সেটি… বিস্তারিত