নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ক্ষমতার প্রভাব খাটিয়ে দলিল লেখক মোঃ মহসীন কবির খানের জমি দখলের চেষ্টা,চাঁদা দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।
মঙ্গল (৩১ ডিসেম্বর) দুপুরে নলছিটি উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন দলিল লেখক মোঃ মহসীন কবির খান।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে- আমার উপজেলার কুলকাঠি ইউনিয়নের ৪৮ নং আখড়পাড়া মৌজায়, জে.এল. ৫২, বি.এস. ৪৮, এস.এ. ৭ ও ৮ নং খতিয়ানে পৈত্রিক রেকর্ডীয়ও দখলীয় ১৬৩ শতক সম্পত্তি আছে।
যাহা গত ৩০ জুন-২৪ তারিখে ১৫১৪ নং দলিল মূলে আমার পিতার নামে জমির মালিক সাফ কবলা রেজিস্ট্রি করিয়া দেয়। রেকর্ড সূত্রে আমার পিতার সম্পত্তিতে বসতঘর স্থাপন করিয়া দীর্ঘদিন যাবত বসবাস করে আসছি।
সম্প্রতি একটি ভূমি-দখলবাজ কুচক্রী মহল আমার বসতঘর সহ সম্পত্তি সমূহ দখল করার লক্ষে আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটনা মিথা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
তারা আমার পরিবারের বিরুদ্ধ গত ২১ ডিসেম্বর-২৪ তারিখ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কয়েকটি দৈনিক পত্রিকায় বানোয়াট ও মিথ্যা খবর প্রচার করিয়া সামাজিক মান মর্যাদা নষ্ট করেছে।
আমাকে রান্নাশের হুমকিও দিচ্ছে। বিভিন্ন লোকজনের মাধ্যমে মোটা অংকের কাঁদাবি করছে। আমি তাদের দাবি পূরণ না করায় আমার বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটনের নেমেছে।
The post নলছিটিতে সম্পত্তি দখলের চেষ্টা, টাকা দাবিও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.