কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে দিয়ে এক পরিবারের সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। মঙ্গলবার ভোররাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের আব্বাস হাওলাদারের বাড়ি এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত এগারোটার দিকে আব্বাসের পরিবারের ৬ সদস্য খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল গড়িয়ে বেলা বাড়লেও কারো ঘুম না ভাঙায় প্রতিবেশিরা গিয়ে তাদের ঘুম ভাঙান।
পরে ঘুম থেকে উঠে দেখতে পান, দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে ২ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণ ও ৫ টি এনড্রয়েড মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। এসময় তারা গুরুতর অসুস্থ বোধ করলে প্রতিবেশিরা তাদের হাসপাতালে ভর্তি করেন।
তাদের দাবি, সবার অজান্তে আগে ভাগে দুর্বৃত্তরা তাদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এমন কাণ্ড ঘটিয়েছে। কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, এঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
The post কলাপাড়ায় চেনতনাশক খাইয়ে এক পরিবারের সর্বস্ব লুট, গুরুতর অসুস্থ ৬ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.