সৈয়দ রাসেল, কলাপাড়া।। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে পুলিশ পরিচয়ে জোরপূর্বক মাছ বাহি পিক-আপ গাড়ি রজপাড়ার বিশকানি নামক স্থানে নিয়ে চাঁদাবাজির ঘটনায় টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল রানা(৩২) দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার ৩১(ডিসেম্বর) স্বেচ্ছাসেবক দল কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা এবং সদস্য সচিব ঢালী রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই বহিষ্কারাদেশ প্রদান করা হয়।সংগঠনটির প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জুয়েল রানাকে বহিষ্কার করা হয়েছে।সোমবার ৩০(ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে জুয়েল রানার নেতৃত্বে একদল সন্ত্রাসী পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের রজপাড়ার বিশকানি এলাকায় মাছবাহী পিক-আপ থামিয়ে দুই লাখ টাকা চাঁদার দাবিতে চালক ও লাইনম্যানকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়েল রানা সহ নয়জনকে গ্রেপ্তার করে।আসামীদের চাঁদাবাজির কাজে ব্যবহৃত প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশাসহ কলাপাড়া থানায় নিয়ে এসে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং বর্তমানে জুয়েল রানা সহ অন্য আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়।
The post মাছ বাহি পিক-আপ গাড়ি থামিয়ে চাঁদাবাজি; স্বেচ্ছাসেবক দলনেতা বহিষ্কার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.