6:26 am, Saturday, 4 January 2025

পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি কিংসের

দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে ফর্টিস এফসির কাছে হেরে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ালিফিকেশন রাউন্ডে ওঠার দৌড়ে নড়বড় হয়েছিল বসুন্ধরা কিংসের অবস্থান। বর্তমান চ্যাম্পিয়ন দলটি সেই নিজেদের মাঠ থেকেই আবার ঘুরে দাঁড়িয়েছে।

মঙ্গলবার গোলময় রোমাঞ্চকর এক ম্যাচে তারা ৩-২ ব্যবধানে হারিয়েছে পুলিশ ফুটবল ক্লাবকে। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে বসুন্ধরা কিংস।

ষষ্ঠ মিনিটে তপু বর্মণের গোলে কিংস এগিয়ে গেলেও দুই মিনিট পর পুলিশ সমতা ফেরায় আল-আমিনের গোলে। ১১ মিনিটে ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরার গোলে আবার এগিয়ে যায় কিংস। প্রথমার্ধের খেলা ২–১ ব্যবধানে এগিয়ে শেষ করে দলটি।

৫২ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন কিংসের আরেক ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ। ৫৪ মিনিটে পুলিশের আল-আমিন নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৩-২ করে ম্যাচ জমিয়ে তুলেছিলেন। পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠা ম্যাচে কিংসকে চোখ রাঙালেও শেষ পর্যন্ত হারতেই হয় পুলিশকে।

এই মৌসুমে নজর কাড়ছেন পুলিশের ফরোয়ার্ড আল-আমিন। দারুণ খেলেছেন কিংসের বিপক্ষে ফেডারেশন কাপের ম্যাচেও। প্রিমিয়ার লিগে ৬ গোল আল আমিনের দ্বিতীয় লক্ষ্যভেদটা ছিল অসাধারণ।

সৈয়দ কাজেমের পাস থেকে কিংসের গোলরক্ষক মেহেদী হাসানকে কাটিয়ে দূরহ অ্যাঙ্গেল থেকে বল জালে পাঠান তিনি। অষ্টম মিনিটে ঈসা ফয়সালের ক্রস থেকে আল-আমিনের প্রথম গোলটি ছিল দেখার মতো।

তার আগে অনীক হোসেনকে বোকা বানিয়ে কিংসকে ১-০ গোলে এগিয়ে দেন তপু বর্মন। ফেডারেশন কাপে এটি তপুর দ্বিতীয় গোল। প্রথম ম্যাচে তাঁর গোলেই ব্রাদার্সকে হারিয়েছিল কিংস। মিগুয়েলের গোলটি এসেছে মজিবর রহমান জনির পাস থেকে। কিংসের শেষ গোলটি করেন ফার্নান্দেজ।

The post পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি কিংসের appeared first on Bangladesher Khela.

Tag :

পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি কিংসের

Update Time : 03:20:31 am, Wednesday, 1 January 2025

দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে ফর্টিস এফসির কাছে হেরে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ালিফিকেশন রাউন্ডে ওঠার দৌড়ে নড়বড় হয়েছিল বসুন্ধরা কিংসের অবস্থান। বর্তমান চ্যাম্পিয়ন দলটি সেই নিজেদের মাঠ থেকেই আবার ঘুরে দাঁড়িয়েছে।

মঙ্গলবার গোলময় রোমাঞ্চকর এক ম্যাচে তারা ৩-২ ব্যবধানে হারিয়েছে পুলিশ ফুটবল ক্লাবকে। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে বসুন্ধরা কিংস।

ষষ্ঠ মিনিটে তপু বর্মণের গোলে কিংস এগিয়ে গেলেও দুই মিনিট পর পুলিশ সমতা ফেরায় আল-আমিনের গোলে। ১১ মিনিটে ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরার গোলে আবার এগিয়ে যায় কিংস। প্রথমার্ধের খেলা ২–১ ব্যবধানে এগিয়ে শেষ করে দলটি।

৫২ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন কিংসের আরেক ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ। ৫৪ মিনিটে পুলিশের আল-আমিন নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৩-২ করে ম্যাচ জমিয়ে তুলেছিলেন। পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠা ম্যাচে কিংসকে চোখ রাঙালেও শেষ পর্যন্ত হারতেই হয় পুলিশকে।

এই মৌসুমে নজর কাড়ছেন পুলিশের ফরোয়ার্ড আল-আমিন। দারুণ খেলেছেন কিংসের বিপক্ষে ফেডারেশন কাপের ম্যাচেও। প্রিমিয়ার লিগে ৬ গোল আল আমিনের দ্বিতীয় লক্ষ্যভেদটা ছিল অসাধারণ।

সৈয়দ কাজেমের পাস থেকে কিংসের গোলরক্ষক মেহেদী হাসানকে কাটিয়ে দূরহ অ্যাঙ্গেল থেকে বল জালে পাঠান তিনি। অষ্টম মিনিটে ঈসা ফয়সালের ক্রস থেকে আল-আমিনের প্রথম গোলটি ছিল দেখার মতো।

তার আগে অনীক হোসেনকে বোকা বানিয়ে কিংসকে ১-০ গোলে এগিয়ে দেন তপু বর্মন। ফেডারেশন কাপে এটি তপুর দ্বিতীয় গোল। প্রথম ম্যাচে তাঁর গোলেই ব্রাদার্সকে হারিয়েছিল কিংস। মিগুয়েলের গোলটি এসেছে মজিবর রহমান জনির পাস থেকে। কিংসের শেষ গোলটি করেন ফার্নান্দেজ।

The post পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি কিংসের appeared first on Bangladesher Khela.