আজ ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহত্ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি হাতে নিয়েছে খুলনা মহানগর ছাত্রদল।
পহেলা জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সুর্য্যদেয়ের সাথে সাথে মহানগর কার্যালয়সহ মহানগরীর অর্ন্তগত সকল কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় কেডি ঘোষ রোডস্থ’ বিএনপি কার্যালয়ে রক্তদান কর্মসূচি পালন করা হবে। বেলা আড়াইটায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও সমাবেশ শেষে নগরীতে বর্নাঢ্য শোখাযাত্রা করবে সংগঠনিটি। এছাড়া আগামীকাল ২ জানুয়ারি জেলা স্টেডিয়ামে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট শুরু হবে।
খুলনা গেজেট/এইচ
The post ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.