কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:
নতুন বছরের নতুন সূর্য উপভোগ করতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই সৈকতে পর্যটকদের আগমন ঘটতে থাকে। বুধবার ভোরে নতুন সূর্যোদয় দেখতে সৈকতের চর গঙ্গামতি, গঙ্গামতি, ঝাউবন ও জিরো পয়েন্টে জড়ো হন পর্যটকরা।
তবে ঘন মেঘ ও ঘুন কুয়াশার কারণে সূর্যোদয় উপভোগ করতে না পারলেও সৈকতের তীরে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হচ্ছেন পর্যটকরা।
নতুন বছরকে বরণ করে নিতে পর্যটকদের ভিড় বেড়েছে কুয়াকাটায়। বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেলে। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ।
The post নতুন বছরের নতুন সূর্য দেখতে কুয়াকাটায় পর্যটকের ভিড় appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.