বর্ণাঢ্য আয়োজনে যশোরে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল থেকেই দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল, সকালে শহরের লালদীঘিপাড় দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শহরের কারবালায় শায়িত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসকল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম আজাদ।
সম্মানিত অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী রবু, মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও হাবিবুল ইসলাম কচি, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বাবুল, সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ।
উপস্থিত ছিলেন জেলা সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সহ-সভাপতি খান আলী রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, সাদ্দাম হোসেন, আরিফুর রহমান সাগর, ওমর ফারুক রুম্মন, প্রচার সম্পাদক রাজিবুল হক তুর্য, সদর উপজেলা আহবায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, নগর কমিটির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন ও সদস্য সচিব মাসুদ কায়সারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এএজে
The post বর্ণাঢ্য আয়োজনে যশোরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.