1:17 pm, Saturday, 4 January 2025

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ‘বহিষ্কৃত’ সহসমন্বয়ক

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সহসমন্বয়ক ওমর ফারুক ওরফে শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি, প্রতারণা ও মানহানির অভিযোগে করা এক মামলায় গতকাল মঙ্গলবার রাতে ফেনী মডেল থানার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওমর ফারুক শুভ ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগৎ-জীবনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক মো. আবদুল আজিজের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের জুলাই আন্দোলনের সময় করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী কমিটির সহসমন্বয়কের দায়িত্বে ছিলেন ওমর ফারুক। তখন নিজেকে তিনি ফেনী সরকারি কলেজ ও আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন। পরে আন্দোলনে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় গত ১৭ আগস্ট তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সহসমন্বয়কের পদ থেকে বহিষ্কার করা হয়।

জানা যায়, সরকার পরিবর্তনের পর নানা কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত হন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান। সম্প্রতি তাঁকে স্বপদে বহাল রাখার আশ্বাস দিয়ে চাঁদা দাবি করেন ওমর ফারুক শুভ। চাঁদা দাবির ১৫ মিনিট ১২ সেকেন্ডের একটি কথোপকথনের অডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ওই অডিওতে শোনা যায়, ওমর ফারুক শুভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল কাদের ও হামজা মাহবুবের কথা বলে অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ও ফেনীর বাসিন্দা আজিজুর রহমানের নাম উল্লেখ করেন তিনি।

ওই কথোপকথনে ওমর ফারুক শুভ সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। এ কারণে অডিও ফাঁসের পর থেকে জেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

পুলিশ জানায়, ছড়িয়ে পড়া অডিওতে মধ্যস্থতাকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফেনীর আজিজুর রহমানের নাম উল্লেখ করেছিলেন ওমর ফারুক শুভ। এ জন্য আজিজুর রহমানের পক্ষে তাঁর বাবা ছিদ্দিকুর রহমান বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে চাঁদাবাজি, প্রতারণা ও মানহানির অভিযোগ এনে ওমর ফারুকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন। পরে কৌশলে আসামি শুভকে থানায় এলাকায় ডেকে এনে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের আগে মঙ্গলবার সকালে ভাইরাল হওয়া অডিও সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের কাছে ওমর ফারুক দাবি করেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্য এডিট করা। এটি তাঁর কণ্ঠ নয়। তাঁকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কিছু লোক ষড়যন্ত্র করছে। চাঁদাবাজির সঙ্গেও তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেপ্তার আসামি শুভকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনা গহেজেট/এএজে

The post চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ‘বহিষ্কৃত’ সহসমন্বয়ক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :
জনপ্রিয়

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ‘বহিষ্কৃত’ সহসমন্বয়ক

Update Time : 06:08:32 pm, Wednesday, 1 January 2025

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সহসমন্বয়ক ওমর ফারুক ওরফে শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি, প্রতারণা ও মানহানির অভিযোগে করা এক মামলায় গতকাল মঙ্গলবার রাতে ফেনী মডেল থানার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওমর ফারুক শুভ ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগৎ-জীবনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক মো. আবদুল আজিজের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের জুলাই আন্দোলনের সময় করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী কমিটির সহসমন্বয়কের দায়িত্বে ছিলেন ওমর ফারুক। তখন নিজেকে তিনি ফেনী সরকারি কলেজ ও আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন। পরে আন্দোলনে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় গত ১৭ আগস্ট তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সহসমন্বয়কের পদ থেকে বহিষ্কার করা হয়।

জানা যায়, সরকার পরিবর্তনের পর নানা কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত হন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান। সম্প্রতি তাঁকে স্বপদে বহাল রাখার আশ্বাস দিয়ে চাঁদা দাবি করেন ওমর ফারুক শুভ। চাঁদা দাবির ১৫ মিনিট ১২ সেকেন্ডের একটি কথোপকথনের অডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ওই অডিওতে শোনা যায়, ওমর ফারুক শুভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল কাদের ও হামজা মাহবুবের কথা বলে অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ও ফেনীর বাসিন্দা আজিজুর রহমানের নাম উল্লেখ করেন তিনি।

ওই কথোপকথনে ওমর ফারুক শুভ সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। এ কারণে অডিও ফাঁসের পর থেকে জেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

পুলিশ জানায়, ছড়িয়ে পড়া অডিওতে মধ্যস্থতাকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফেনীর আজিজুর রহমানের নাম উল্লেখ করেছিলেন ওমর ফারুক শুভ। এ জন্য আজিজুর রহমানের পক্ষে তাঁর বাবা ছিদ্দিকুর রহমান বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে চাঁদাবাজি, প্রতারণা ও মানহানির অভিযোগ এনে ওমর ফারুকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন। পরে কৌশলে আসামি শুভকে থানায় এলাকায় ডেকে এনে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের আগে মঙ্গলবার সকালে ভাইরাল হওয়া অডিও সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের কাছে ওমর ফারুক দাবি করেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্য এডিট করা। এটি তাঁর কণ্ঠ নয়। তাঁকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কিছু লোক ষড়যন্ত্র করছে। চাঁদাবাজির সঙ্গেও তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেপ্তার আসামি শুভকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনা গহেজেট/এএজে

The post চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ‘বহিষ্কৃত’ সহসমন্বয়ক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.