রহিম রেজা,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় এ উপলক্ষ্যে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষীন করে।
এর আগে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি মো. আরিফুর রহমান খানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, নির্বাহী সদস্য জেবা আমিনা আল গাজী, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
বক্তারা বলেন,‘ জাতীয়তাবাদী ছাত্রদল সর্ব বৃহত ছাত্র সংগঠন। এতদিন স্বৈরাচার হাসিনা সরকার ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে। আজ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।
The post ঝালকাঠিতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.