গাজীপুরে নিখোঁজের দুই দিন পর শিশু জুনায়েদ হোসেনের (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) দুপুরে মহানগরীর কোনাবাড়ী (আমবাগ) পশ্চিমপাড়া এলাকার নির্মাণাধীন ভবনের গলি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
জুনায়েদ টাঙ্গাইলের সদর থানার গোলচক্কর এলাকার দুলাল হোসেনের ছেলে। সে মা ও বড় বোনের সঙ্গে আমবাগ পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো।
জুনায়েদের বড় বোন জান্নাতি বলেন, ‘সোমবার (৩০… বিস্তারিত