খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বলেছেন, ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই খেলার প্রতি মনসংযোগ বৃদ্ধি করতে হবে। খেলার সময় দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারতে হবে। শারীরিক শক্তির প্রয়োজন থাকলেও খেলাধুলার ক্ষেত্রে খেলার কৌশলগুলো আয়ত্ত করা জরুরি। অন্যথায় দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব হবে না।
তিনি বুধবার (১ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৮ ইয়ং টাইগার জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪-২৫ এর খেলোয়াড়দের সাথে পরিচিতি ও মতবিনিময়কালে একথা বলেন।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম, সিনিয়র সাংবাদিক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিভাগের অনুর্ধ্ব ১৮ ইয়ং টাইগার ক্রিকেট দলের ম্যানেজার তরিকুল ইসলাম সোহান, কোচ অপু ও রানার নেতৃত্বে খুলনা বিভাগের ২০ জন খেলোয়াড় আগামী ৬ জানুয়ারি রাজশাহী ও বগুড়া স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে। পরে বিভাগীয় কমিশনার খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেন।
খুলনা গেজেট/এএজে
The post ‘ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই খেলার প্রতি মনসংযোগ বৃদ্ধি করতে হবে’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.