যশোরের চৌগাছার আলোচিত গল্পকুঠির রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। বুধবার (১ জানুয়ারি) দুপুরে পুরাতন সোনালী ব্যাংক ভবনে গড়ে উঠা এ রেস্টুরেন্টে অভিযান চালায় প্রশাসন। এ সময় রেস্টুরেন্ট মালিক আরিফ হোসেনকে সতর্ক করার পাশাপাশি ওই রেস্টুরেন্ট অনিদিষ্ট সময়ের জন্য বন্ধ করা হয়।
অভিযান চলাকালীন রেস্টুরেন্টে স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে পান প্রশাসন। এ সময় রেস্টুরেন্টে উপস্থিত সকল শিক্ষার্থীদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
আলোচিত গল্পকুঠির রেস্টুরেন্টে দীর্ঘদিন ঘরে এ ধরনের কর্মকান্ড চলে আসছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। প্রশাসন মাঝে মাঝে অভিযান পরিচালনা করেন এবং সতর্ক করেন। কিন্তু সুচতুর রেস্টুরেন্ট মালিক পুনরায় সেই ব্যবসা রমরমা ভাবে শুরু করেন। জনশ্রুতি আছে রেস্টুরেন্ট মালিক স্কুল কলেজের ছেলে মেয়েদের ঘন্টার পর ঘন্টা কথা বলার জন্য সুযোগ করে দিয়ে তাদের নিকট হতে নির্দিষ্ট পরিমানে টাকা নেয়।
অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানা অফিসার ইনচার্জ কামাল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
খুলনা গেজেট/ টিএ
The post চৌগাছায় রেস্টুরেন্টে অভিযান, অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.