4:04 pm, Saturday, 4 January 2025

ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে।’ বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ডিসপ্লেতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা সবাইকে শান্ত করে রেখেছি। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক শফিকুল রহমান জানান, বিদ্যালয় সার্ভারে ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের আগে ভেসে ওঠে। স্থানীয়রা দেখেই মোবাইল ফোনে জানালে দ্রুত বিষয়টি শাহাপুর ক্যাম্পের আইসি ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন জানান, এ বিষয়ে তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত ফলাফল অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে

The post ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

Update Time : 11:09:28 pm, Wednesday, 1 January 2025

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে।’ বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ডিসপ্লেতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা সবাইকে শান্ত করে রেখেছি। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক শফিকুল রহমান জানান, বিদ্যালয় সার্ভারে ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের আগে ভেসে ওঠে। স্থানীয়রা দেখেই মোবাইল ফোনে জানালে দ্রুত বিষয়টি শাহাপুর ক্যাম্পের আইসি ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন জানান, এ বিষয়ে তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত ফলাফল অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে

The post ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.