বাংলাদেশের রাজনৈতিক মহলে ভারত সম্পর্কে একটা খুব পুরনো অভিযোগ—তারা সে দেশে ‘সব ডিম একই ঝুড়িতে রাখে’– অর্থাৎ কিনা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারত ভরসা করে শুধু আওয়ামী লীগকেই। মজার ব্যাপার হলো, ভারতের কর্মকর্তারাও যে এই বক্তব্যটা খুব একটা অস্বীকার করেন তেমন নয়, এবং কেন শুধু আওয়ামী লীগেই তাদের আস্থা, তার হাজারটা কারণও ব্যাখ্যা করে থাকেন।
তবে ইতিহাস বলে, সাম্প্রতিক অতীতেই ভারতে কিন্তু এমন… বিস্তারিত