6:26 am, Sunday, 5 January 2025

টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়া নিয়ে বোর্ডকে কিছুই জানাননি শান্ত

বিসিবির সাথে চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলানোর কথা ছিল নাজমুল হোসেন শান্তর। তবে আনুষ্ঠানিকভাবে সেই চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এরইমধ্যে কয়েকটি গণমাধ্যমে খবর এসেছে, সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যাপ্টেন্সি ছাড়ছেন শান্ত।

আদতেই এমন কোনো আলোচনা কি হয়েছে বোর্ডের সঙ্গে? এমন প্রশ্নে শান্ত জানান, না। নিকট অতীতে অধিনায়কত্ব ছাড়া নিয়ে বোর্ডের সঙ্গে কোনো কথাই হয়নি। তবে বলেন, একটা সময়ে তিনি তিন ফরম্যাটের দায়িত্ব ছাড়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। এরপরে সেটা নিয়ে আর আলাপ এগোয়নি।

বিসিবি সভাপতি তার সঙ্গে বসতে চেয়েছেন এবং শান্ত পজেটিভ আছে কিনা জানতে চেয়েছিলেন। শান্তও হ্যাঁ সূচক উত্তর দিয়েছেন বলে জানিয়েছেন।

তবে, হঠাৎই বিভিন্ন গণমাধ্যমে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ার খবর প্রকাশ হওয়ায় কিছুটা অবাক হয়েছেন শান্ত। কোন সূত্রে এমন খবর ছড়াচ্ছে, তাও সাংবাদিকের কাছে জানতে চান তিনি।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন নাজমুল হোসেন শান্ত। তার অধীনেই পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরিতে থাকায় দলের দায়িত্ব সামলেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি সিরিজ আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে।

The post টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়া নিয়ে বোর্ডকে কিছুই জানাননি শান্ত appeared first on Bangladesher Khela.

Tag :

টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়া নিয়ে বোর্ডকে কিছুই জানাননি শান্ত

Update Time : 01:09:48 pm, Thursday, 2 January 2025

বিসিবির সাথে চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলানোর কথা ছিল নাজমুল হোসেন শান্তর। তবে আনুষ্ঠানিকভাবে সেই চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এরইমধ্যে কয়েকটি গণমাধ্যমে খবর এসেছে, সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যাপ্টেন্সি ছাড়ছেন শান্ত।

আদতেই এমন কোনো আলোচনা কি হয়েছে বোর্ডের সঙ্গে? এমন প্রশ্নে শান্ত জানান, না। নিকট অতীতে অধিনায়কত্ব ছাড়া নিয়ে বোর্ডের সঙ্গে কোনো কথাই হয়নি। তবে বলেন, একটা সময়ে তিনি তিন ফরম্যাটের দায়িত্ব ছাড়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। এরপরে সেটা নিয়ে আর আলাপ এগোয়নি।

বিসিবি সভাপতি তার সঙ্গে বসতে চেয়েছেন এবং শান্ত পজেটিভ আছে কিনা জানতে চেয়েছিলেন। শান্তও হ্যাঁ সূচক উত্তর দিয়েছেন বলে জানিয়েছেন।

তবে, হঠাৎই বিভিন্ন গণমাধ্যমে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ার খবর প্রকাশ হওয়ায় কিছুটা অবাক হয়েছেন শান্ত। কোন সূত্রে এমন খবর ছড়াচ্ছে, তাও সাংবাদিকের কাছে জানতে চান তিনি।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন নাজমুল হোসেন শান্ত। তার অধীনেই পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরিতে থাকায় দলের দায়িত্ব সামলেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি সিরিজ আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে।

The post টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়া নিয়ে বোর্ডকে কিছুই জানাননি শান্ত appeared first on Bangladesher Khela.