ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের জীবনদাশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল খালেক তালুকদারকে মারধরে জমি দখল করে ঘর নির্মানের চেষ্টা ও গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শিক্ষক আব্দুল খালেক তালুকদার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার নিজ গালুয়া গ্রামের মৃত আব্দুল হক তালুকদারের ছেলে স্কুল শিক্ষক আব্দুল খালেক তালুকদারের দখলীয় পৈত্রিক জমি জোরপূর্বক দখলে নিতে লোকজন নিয়ে মৃত আব্দুল হক তালুকদারের ছেলে প্রতিপক্ষ আব্দুল মোতালেব তালুকদার স্কুল শিক্ষক খালেকের বসত ঘরের বেড়া ভাঙ্গিয়া ফেলে এবং জমির বিভিন্ন জাতের গাছ কেটে ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে। বাধা দিতে গেলে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হাতুরিসহ দেশিয় অস্ত্র এবং লাঠিসোটা দিয়া স্কুল শিক্ষক খালেকসহ তার পরিবারের লোকজনদেরকে মারধর করে হত্যার উদ্দেশ্যে মাথায় হাতুড়ি দিয়ে আঘাতের চেষ্টা করে। এ সময় দুটি মোবাইল ছিনিয়ে নেয়। ভুক্তভোগী স্কুল শিক্ষক আব্দুল খালেক তালুকদার ও তার মেয়ে খাদিজা বেগম জানান, বাড়ির জমি ভাগ করে তাদের বুঝিয়ে না দিয়ে প্রতিপক্ষ আব্দুল মোতালেব তালুকদার জোরপূর্বক বেড়া ভাঙচুর, গাছ কেটে জমি দখলে নিয়ে ঘর নির্মানের কাজ শুরু করে বেজ তৈরি করেছে। বাধা দিতে গেলে মারধর করে এবং যে বাধা দিতে আসবে তাকে শেষ করে দেয়া হবে বলে হুমকি দেয়। কোন শালিশ মানে না। সব অভিযোগ অস্বীকার করে আব্দুল মোতালেব তালুকদার জানান, তার ভাগের পৈত্রিক জমিতে ঘর নির্মান কাজ শুরু করেছিলাম কিন্তু তাতে বাধা দেয়া হচ্ছে। বাড়ির জমি অনেক আগে ভাগ করে রোয়েদাদও করা হয়েছিলো যা এখন তারা মানে না। এ নিয়ে আব্দুল খালেক তালুকদারের সাথে আগেও মারামারি হয়েছিলো পুলিশ তা মিলিয়ে দিয়েছিলো। রাজাপুর থানার এসআই দেলোয়ার হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উভয় পক্ষকে সোমবার সকালে থানায় আসতে বলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
The post রাজাপুরে স্কুল শিক্ষককে মারধর করে জমি দখল করে ঘর নির্মানের চেষ্টা ও গাছ কেটে নেয়ার অভিযোগ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.