বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার বাস্তবায়নাধীন সব কাজ বন্ধে বিএনপি নেতারা নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে পৌর বিএনপির আহ্বায়ক নাসির জমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন শাহীন তালুকদারে নেতৃত্বে শতাধিক নেতাকর্মী পৌর ভবনে যান। সেখানে গিয়ে তারা প্রকৌশলী, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অশ্রাব্য ভাষায় গালাগালসহ অশালীন আচরণ করেন। এ সময় সব কাজ বন্ধেরও নির্দেশ দেন ওই নেতারা। ফলে দু’দিন ধরে বাকেরগঞ্জ পৌর এলাকায় সব কাজ বন্ধ রয়েছে।
পৌরসভা সূত্র জানায়, বর্তমানে শহরে প্রায় ১৮ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের আগে দরপত্র সম্পন্ন হওয়া কাজগুলোর ঠিকাদাররা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। বিএনপি নেতারা সমকালের কাছে দাবি করেছেন, কাজের মান খারাপ হওয়ায় এগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উন্নয়নকাজ বন্ধ রাখতে বলেছেন। তবে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, চলমান উন্নয়ন কাজগুলো বাগিয়ে নেওয়ার জন্যই এ পদক্ষেপ নিয়েছেন বিএনপি নেতারা। তারা ভবিষ্যতে দরপত্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে চলমান কাজগুলো বন্ধ করেছেন।
একটি সূত্র জানায়, শহরের ৬ নম্বর ওয়ার্ডে ৪ কোটি ৯১ লাখ টাকায় একটি সাইক্লোন শেল্টার নির্মাণের কাজ করছেন ঠিকাদার তপন দাশ। ওই কাজের জন্য আনুমানিক ১০ হাজার সিএফটি ভিটিবালু দরকার। পৌর বিএনপির এক নেতার অনুসারী স্থানীয় কিছু যুবক বালু সরবরাহের কাজটি তপনের কাছে দাবি করেন। তবে বিএনপির আরেক অংশের কয়েক যুবক সেই কাজটি প্রায় বাগিয়ে নেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন পৌর বিএনপির নেতারা। তারা মঙ্গলবার পৌরসভায় গিয়ে শহরের সব কাজ বন্ধের নির্দেশ দেন। ঠিকাদার তপন দাশের দাবি, তাঁর কাজ কেউ বন্ধ করেনি। বালু ফেলার কাজও কাউকে দেননি।
পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম স্বীকার করেন, শহরে চলমান উন্নয়ন কাজ দু’দিন ধরে বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপি নেতাকর্মীরা পৌর ভবনে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। তবে কী বিষয়ে কথা হয়েছে তা বলতে রাজি হননি।
পৌর বিএনপির আহ্বায়ক নাসির জমাদ্দারের অভিযোগ, চলমান উন্নয়নকাজগুলো খুবই নিম্নমানের হচ্ছে। ঠিকাদাররা পতিত সরকারের সময় কাজগুলো পেয়েছিলেন। সচেতন নাগরিক হিসেবে তারা নিম্নমানের কাজ হতে দেবেন না। এসবের ফয়সালা না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেছেন।
মঙ্গলবার দুপুরে পৌর ভবনে যাওয়া প্রসঙ্গে নাসির জমাদ্দার বলেন, নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন। অভ্যুত্থানের পর প্রথমবার পৌরসভায় গিয়েছেন তারা। এসবের সঙ্গে ঠিকাদারি কাজ বাগানোর কোনো সম্পৃক্ততা নেই। অশালীন আচরণের কথা তিনি অস্বীকার করেন।
পৌর প্রশাসকের দায়িত্বে থাকা বাকেরগঞ্জের ইউএনও রুমানা আফরোজ বলেন, বিএনপি নেতাদের পৌর ভবনে যাওয়ার সংবাদ শুনেছেন। তারা ঠিকদার-সংক্রান্ত বিষয়ে অভিযোগ করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানেন না। বিএনপি নেতারা তাঁর সঙ্গে দেখা করেননি।
The post বাকেরগঞ্জ পৌরসভা:সব উন্নয়নমূলক কাজ বন্ধের নির্দেশ বিএনপি নেতাদের appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.