4:34 am, Sunday, 5 January 2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়ী বহরে হামলা, গ্রেপ্তার ৫

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) বৈষম্যবিরোধী ছাত্র হৃদয় ঘরামী বাদি হয়ে ৭৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫০ জনকে আসামী করে মোল্লাহাট থানায় একটি মামলা দয়ের করেন্। পুলিশ হামলার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোস্তাক মুন্সি, উজ্জল সরকার, হানিফ, সাব্বির ও আব্দুর রহমান।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র হৃদয় ঘরামী বাদি হয়ে মামলার এজাহারে মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকার ইমাদ পরিবহনের কাউন্টার ম্যান কালু ফরাজীকে প্রধান আসামী করে ৭৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫০ জনকে আসামী করে মোল্লাহাট থানায় একটি মামলা দয়ের করেন্। মামলা দায়েরর পর ৫ জনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মোল্লাহাট উপজেলার তিন সাংবাদিককে আসামী করা হয়েছে। এঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ অসন্তোষের সৃষ্টি হয়েছে।

উল্লেখ,গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির ঢাকাগামী শিক্ষার্থীদের গাড়িবহরে ইমাদ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে ওভারটেক করার সময়ে ছাত্রদের গাড়িতে ধাক্কা লাগে। ছাত্ররা হ্যান্ডমাইকে প্রতিবাদ জানালে তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজন ছাত্রকে মারধর করে দূর্বৃত্তরা। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মূহুর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। পুলিশ ও সেনাবাহিনী প্রায় দুই ঘন্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়। আড়াই ঘন্টা পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সংঘর্ষে ২০ জন আহত হয়।

খুলনা গেজেট/ টিএ

The post বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়ী বহরে হামলা, গ্রেপ্তার ৫ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়ী বহরে হামলা, গ্রেপ্তার ৫

Update Time : 06:09:59 pm, Thursday, 2 January 2025

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) বৈষম্যবিরোধী ছাত্র হৃদয় ঘরামী বাদি হয়ে ৭৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫০ জনকে আসামী করে মোল্লাহাট থানায় একটি মামলা দয়ের করেন্। পুলিশ হামলার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোস্তাক মুন্সি, উজ্জল সরকার, হানিফ, সাব্বির ও আব্দুর রহমান।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র হৃদয় ঘরামী বাদি হয়ে মামলার এজাহারে মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকার ইমাদ পরিবহনের কাউন্টার ম্যান কালু ফরাজীকে প্রধান আসামী করে ৭৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫০ জনকে আসামী করে মোল্লাহাট থানায় একটি মামলা দয়ের করেন্। মামলা দায়েরর পর ৫ জনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মোল্লাহাট উপজেলার তিন সাংবাদিককে আসামী করা হয়েছে। এঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ অসন্তোষের সৃষ্টি হয়েছে।

উল্লেখ,গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির ঢাকাগামী শিক্ষার্থীদের গাড়িবহরে ইমাদ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে ওভারটেক করার সময়ে ছাত্রদের গাড়িতে ধাক্কা লাগে। ছাত্ররা হ্যান্ডমাইকে প্রতিবাদ জানালে তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজন ছাত্রকে মারধর করে দূর্বৃত্তরা। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মূহুর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। পুলিশ ও সেনাবাহিনী প্রায় দুই ঘন্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়। আড়াই ঘন্টা পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সংঘর্ষে ২০ জন আহত হয়।

খুলনা গেজেট/ টিএ

The post বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়ী বহরে হামলা, গ্রেপ্তার ৫ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.