4:38 am, Sunday, 5 January 2025

খারাপ আচরণের অভিযোগে চিকিৎসকের বিচার দাবি

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবু জাফর মোঃ সালেহ্ এর বিরুদ্ধে কিশোরী রোগী ও তার বাবার সাথে খারাপ আচরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই চিকিৎসকের বিচার দাবি করেন ওই শিশুর বাব সৈয়দ আলী আহমেদ।

তিনি বলেন, গেল ২৮ অক্টোবর আমার কিশোরী মেয়ে জেরিন আক্তার (১৪) কে হাসপাতালে যাই। টিকিক কাটার পর, অনেকক্ষন অপেক্ষা করে মেয়েকে নিয়ে চিকিৎসক ডা. আবু জাফর মোঃ সালেহ্‘র কক্ষে প্রবেশ করি। এসময় চিকিৎসকের সহকারি আমাকে বসতে বলেন, ফাকা চেয়ারে আমি বসতে গেলে চিকিৎসক ডা. আবু জাফর মোঃ সালেহ্ চিৎকার করে বলেন এখান থেকে বেরিয়ে যান। হতবাক হয়ে চেয়ারে না বসে মেয়ে কে বসতে বলি। মেয়ে বসার সাথে সাথে চিকিৎসক আবারও উচ্চস্বরে রাগানিত্ব কন্ঠে বলেন তোর কি হয়েছে বল, তখন মেয়ে ভয়ে চুপ করে থাকলে আমি মেয়ের গায় হাত বুলিয়ে তার সমস্যার কথা বলতে বলি।

তখন আমার মেয়ে জেরিন তার অসুস্থতার একটা কারন বলার সাথে সাথে ডাক্তার ব্যাবস্তা পত্র লিখে দেয়, কিন্তু অন্য সমস্যা গুলি শোনে না। এমন পরিস্থিতিতে আমি কোনমতে আমার মেয়েকে সংঙ্গে নিয়ে ডাক্তারের কক্ষ থেকে বেরিয়ে আসি এবং এ বিষয়ে হাসপাতালের তত্বাধায়ক ডাঃ অসিম কুমার সমাদ্দার এর নিকট মৌখিক অভিযোগ করি তাতে কোন সুরাহ না পেয়ে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করি এ অভিযোগের বিষয়ে তদন্ত কারি কর্মকর্তা দীর্ঘদিন ধরে আমাকে ঘুরিয়ে কোন সমাধান না দেয়নি।

তিনি আরও বলেন, সরকারী হাসাপাতালে চিকিৎসা নিতে গিয়ে যদি এভাবে সন্তানের সামনে হেনস্তা হতে হয়, তাহলে আমরা কোথায় যাব। একজন ডাক্তারের আচরণ এত বাজে হতে পারে এটা আমার চিন্তায় আসে না। আমি এই ঘটনার বিচার চাই।

এ অভিযোগের বিষয়ে জানতে ডা. আবু জাফর মোঃ সালেহ’র সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে ফোনটি বন্দ পাওয়া যায়।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, বিষয়টি জানার পরে ডা. আবু জাফর মোঃ সালেহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। শনিবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন।

খুলনা গেজেট/ টিএ

 

The post খারাপ আচরণের অভিযোগে চিকিৎসকের বিচার দাবি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

খারাপ আচরণের অভিযোগে চিকিৎসকের বিচার দাবি

Update Time : 06:10:43 pm, Thursday, 2 January 2025

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবু জাফর মোঃ সালেহ্ এর বিরুদ্ধে কিশোরী রোগী ও তার বাবার সাথে খারাপ আচরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই চিকিৎসকের বিচার দাবি করেন ওই শিশুর বাব সৈয়দ আলী আহমেদ।

তিনি বলেন, গেল ২৮ অক্টোবর আমার কিশোরী মেয়ে জেরিন আক্তার (১৪) কে হাসপাতালে যাই। টিকিক কাটার পর, অনেকক্ষন অপেক্ষা করে মেয়েকে নিয়ে চিকিৎসক ডা. আবু জাফর মোঃ সালেহ্‘র কক্ষে প্রবেশ করি। এসময় চিকিৎসকের সহকারি আমাকে বসতে বলেন, ফাকা চেয়ারে আমি বসতে গেলে চিকিৎসক ডা. আবু জাফর মোঃ সালেহ্ চিৎকার করে বলেন এখান থেকে বেরিয়ে যান। হতবাক হয়ে চেয়ারে না বসে মেয়ে কে বসতে বলি। মেয়ে বসার সাথে সাথে চিকিৎসক আবারও উচ্চস্বরে রাগানিত্ব কন্ঠে বলেন তোর কি হয়েছে বল, তখন মেয়ে ভয়ে চুপ করে থাকলে আমি মেয়ের গায় হাত বুলিয়ে তার সমস্যার কথা বলতে বলি।

তখন আমার মেয়ে জেরিন তার অসুস্থতার একটা কারন বলার সাথে সাথে ডাক্তার ব্যাবস্তা পত্র লিখে দেয়, কিন্তু অন্য সমস্যা গুলি শোনে না। এমন পরিস্থিতিতে আমি কোনমতে আমার মেয়েকে সংঙ্গে নিয়ে ডাক্তারের কক্ষ থেকে বেরিয়ে আসি এবং এ বিষয়ে হাসপাতালের তত্বাধায়ক ডাঃ অসিম কুমার সমাদ্দার এর নিকট মৌখিক অভিযোগ করি তাতে কোন সুরাহ না পেয়ে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করি এ অভিযোগের বিষয়ে তদন্ত কারি কর্মকর্তা দীর্ঘদিন ধরে আমাকে ঘুরিয়ে কোন সমাধান না দেয়নি।

তিনি আরও বলেন, সরকারী হাসাপাতালে চিকিৎসা নিতে গিয়ে যদি এভাবে সন্তানের সামনে হেনস্তা হতে হয়, তাহলে আমরা কোথায় যাব। একজন ডাক্তারের আচরণ এত বাজে হতে পারে এটা আমার চিন্তায় আসে না। আমি এই ঘটনার বিচার চাই।

এ অভিযোগের বিষয়ে জানতে ডা. আবু জাফর মোঃ সালেহ’র সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে ফোনটি বন্দ পাওয়া যায়।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, বিষয়টি জানার পরে ডা. আবু জাফর মোঃ সালেহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। শনিবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন।

খুলনা গেজেট/ টিএ

 

The post খারাপ আচরণের অভিযোগে চিকিৎসকের বিচার দাবি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.