ঝিনাইদহ সদরের হাট-গোপালপুর বাজারে কিন্ডারগার্টেন স্কুলের একটি ভ্যানে বাসের ধাক্কায় লিয়াকত হোসেন (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়াকত সদর উপজেলার হরিশংকরপুর গ্রামের মৃত শাহজাহান শিকদারের ছেলে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে হাট-গোপালপুর বাজার থেকে ভ্যানে দু’জন শিক্ষার্থী নিয়ে কিন্ডারগার্টেন স্কুলে যাচ্ছিলেন লিয়াকত হোসেন। বাজারের পাওয়ার হাউজের সামনে কুষ্টিয়া থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান, শিশু শিক্ষার্থীরা ভ্যান থেকে রাস্তায় পড়ে গেলেও তারা অক্ষত রয়েছে। বাসটিকে জব্দ করা হলেও চালক পলাতক।
খুলনা গেজেট/ টিএ
The post স্কুল ভ্যানে বাসের ধাক্কা, নিহত ভ্যানচালক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.