4:36 am, Sunday, 5 January 2025

ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত

ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে তারা নিহত হন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের প্রধান মাহমুদ সালাহ এবং উপ-প্রধান হুসাম শাহওয়ান ইসরাইলি সেনাবাহিনীর ভোররাতের হামলায় নিহত হয়েছেন। হামলায় তারা ছাড়া আরো বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয় ইসরাইলি সেনাবাহিনীকে অভিযুক্ত করে বলেছে, তারা ইচ্ছাকৃতভাবে গাজায় বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে এবং এর নাগরিকদের মানবিক দুর্ভোগ বাড়িয়ে তুলতে চাইছে।’

এ সময় এই দুই পুলিশ কর্মকর্তার হত্যাকে আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন বলেও অভিহিত করা হয়।

হামলার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ইসরাইলি সেনাবাহিনী গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়কে ধৃষ্টতা দেখানোর শামিল।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া চলমান যুদ্ধে এ পর্যন্ত ৪৫ হাজার ৫৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশই হলো নারী ও শিশু।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজায় যুদ্ধের জন্য ইসরাইলও আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখি।

সূত্র : আনাদোলু এজেন্সি

খুলনা গেজেট/এএজে

The post ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত

Update Time : 07:09:44 pm, Thursday, 2 January 2025

ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে তারা নিহত হন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের প্রধান মাহমুদ সালাহ এবং উপ-প্রধান হুসাম শাহওয়ান ইসরাইলি সেনাবাহিনীর ভোররাতের হামলায় নিহত হয়েছেন। হামলায় তারা ছাড়া আরো বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয় ইসরাইলি সেনাবাহিনীকে অভিযুক্ত করে বলেছে, তারা ইচ্ছাকৃতভাবে গাজায় বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে এবং এর নাগরিকদের মানবিক দুর্ভোগ বাড়িয়ে তুলতে চাইছে।’

এ সময় এই দুই পুলিশ কর্মকর্তার হত্যাকে আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন বলেও অভিহিত করা হয়।

হামলার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ইসরাইলি সেনাবাহিনী গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়কে ধৃষ্টতা দেখানোর শামিল।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া চলমান যুদ্ধে এ পর্যন্ত ৪৫ হাজার ৫৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশই হলো নারী ও শিশু।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজায় যুদ্ধের জন্য ইসরাইলও আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখি।

সূত্র : আনাদোলু এজেন্সি

খুলনা গেজেট/এএজে

The post ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.