:বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে বরিশালে বাবুগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ওই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপজেলায় মশক নিধন জলারকাতা নিরসন ও খেলার মাঠ পরিক্ষার পরিজনানাবতরণ কার্যক্রম পরিচালনা হয়। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জোবাইদা নাসরিন,উপজেলা সমবায় কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, তারুণ্যের উৎসবের অন্যতম স্লোগান হচ্ছে ‘দেশ বদলাই পৃথিবী বদলাই’। তারুণ্যের উৎসব উপলক্ষে ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিভিন্ন প্রতিযোগিতা, পরিস্কার পরিবেশ ও পরিচ্ছন্ন খেলার মাঠ, মশক নিধন ও জলাশয় পরিচ্ছন্ন কার্যক্রম, পলিথিন বর্জন করে পাটজাত পন্যের ব্যবহার কার্যক্রম চলবে।
The post বাবুগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.