5:09 am, Sunday, 5 January 2025

অ‌বৈধ ইটভাটায় অ‌ভিযান: ৩টির মা‌লিক‌কে জ‌রিমানা, গু‌ড়ি‌য়ে দেওয়া হ‌লো ২টি

সাতক্ষীরায় অ‌ভিযান চা‌লি‌য়ে দু‌টি অ‌বৈধ ইটভাটা ভে‌ঙে গু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে ভ্রাম্যমাণ আদালত। একই সা‌থে এক‌টি ভাটায় তৈ‌রি কাঁচা ইট ভে‌ঙে গু‌ড়ি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে ও তিন‌টি ভাটার মা‌লিক‌কে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালীর মেসার্স এম.এম ব্রিকস, আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকস ও ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকসে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় তার সা‌থে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, সদর উপজেলার তিনটি ইটভাটায় অভিযান চালানো হয়ে‌ছে। এসময় কোন বৈধ কাগজপত্র, ভ্যাট-ট্যাক্সের নথিপত্র ও রেজিস্ট্রেশন না থাকায় উপজেলার ভাড়ুখালীর মেসার্স এম.এম ব্রিকসের মালিক আমিনুল হককে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে, তিন মাসের জেল প্রদান করা হয়। একইসাথে ভাটার একাংশ ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

এছাড়া, আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকসের মালিক কামরুল ইসলামকেও একই অপরাধে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয় এবং ভাটাটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

প‌রে ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকসে অভিযান চালিয়ে ভাটা মালিক কুদ্দুস মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখানে তৈরিকৃত কাঁচা ইট ভেঙে গুড়িয়ে দেয়া হয়। একই সাথে বৈধ কাগজ পত্র না দেখানো পর্যন্ত ভাটাগু‌লোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

খুলনা গেজেট/ টিএ

The post অ‌বৈধ ইটভাটায় অ‌ভিযান: ৩টির মা‌লিক‌কে জ‌রিমানা, গু‌ড়ি‌য়ে দেওয়া হ‌লো ২টি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

অ‌বৈধ ইটভাটায় অ‌ভিযান: ৩টির মা‌লিক‌কে জ‌রিমানা, গু‌ড়ি‌য়ে দেওয়া হ‌লো ২টি

Update Time : 08:08:05 pm, Thursday, 2 January 2025

সাতক্ষীরায় অ‌ভিযান চা‌লি‌য়ে দু‌টি অ‌বৈধ ইটভাটা ভে‌ঙে গু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে ভ্রাম্যমাণ আদালত। একই সা‌থে এক‌টি ভাটায় তৈ‌রি কাঁচা ইট ভে‌ঙে গু‌ড়ি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে ও তিন‌টি ভাটার মা‌লিক‌কে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালীর মেসার্স এম.এম ব্রিকস, আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকস ও ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকসে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় তার সা‌থে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, সদর উপজেলার তিনটি ইটভাটায় অভিযান চালানো হয়ে‌ছে। এসময় কোন বৈধ কাগজপত্র, ভ্যাট-ট্যাক্সের নথিপত্র ও রেজিস্ট্রেশন না থাকায় উপজেলার ভাড়ুখালীর মেসার্স এম.এম ব্রিকসের মালিক আমিনুল হককে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে, তিন মাসের জেল প্রদান করা হয়। একইসাথে ভাটার একাংশ ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

এছাড়া, আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকসের মালিক কামরুল ইসলামকেও একই অপরাধে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয় এবং ভাটাটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

প‌রে ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকসে অভিযান চালিয়ে ভাটা মালিক কুদ্দুস মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখানে তৈরিকৃত কাঁচা ইট ভেঙে গুড়িয়ে দেয়া হয়। একই সাথে বৈধ কাগজ পত্র না দেখানো পর্যন্ত ভাটাগু‌লোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

খুলনা গেজেট/ টিএ

The post অ‌বৈধ ইটভাটায় অ‌ভিযান: ৩টির মা‌লিক‌কে জ‌রিমানা, গু‌ড়ি‌য়ে দেওয়া হ‌লো ২টি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.