খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন একতা কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপাচার্যের কার্যালয়ে সাক্ষাতকালে নেতৃবৃন্দ বিগত দিনে কর্মচারীদের পদোন্নয়নসহ নানা যৌক্তিক বিষয়ে নিয়ে বিভিন্ন অনিয়ম ও বৈষম্য দূর করতে কমিটি গঠন করায় উপাচার্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
একই সাথে নেতৃবৃন্দ উপাচার্যের নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় উপাচার্য কর্মচারীদের ন্যায্য দাবিগুলো পূরণ করার আশ্বাস প্রদান করেন এবং সকলের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতার সাথে পালনের আহ্বান জানান।
সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, অফিসার্স কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী এবং একতা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষে সভাপতি আলম শেখ, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম সুমন ও কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর সহ বিপুলসংখ্যক কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে সকালে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের নবগঠিত এডহক কমিটির সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ও এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এস্টেট শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
খুলনা গেজেট/ টিএ
The post খুবি উপাচার্যের সাথে একতা কর্মচারী কল্যাণ সমিতির সৌজন্য সাক্ষাৎ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.