বাংলাদেশের আর্চারি ইতিহাসের দুই উজ্জ্বল তারকা রোমান সানা এবং দিয়া সিদ্দিকী পাড়ি জমিয়েছেন আমেরিকায়। দেশের ক্রিকেট এবং ফুটবলের তুলনায় অন্যান্য খেলায় ক্রীড়াবিদদের আর্থিক অবস্থান এবং সামাজিক মর্যাদার অভাব প্রায়ই তাদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে অনেক তারকা ক্রীড়াবিদ ক্রীড়াঙ্গন ছেড়ে দেয়ার পাশাপাশি প্রায়ই বিদেশে থিতু হওয়ার পথ বেছে নেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন রোমান-দিয়া দম্পতি।
২০২১ সালে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশের আর্চারি দল আমেরিকা সফর করেছিল। সেই দলের দুই সদস্য অসীম কুমার এবং আব্দুল হাকিম রুবেল ইতোমধ্যেই আমেরিকায় স্থায়ী হয়েছেন। তাদের পথ অনুসরণ করে এবার আমেরিকায় পাড়ি জমিয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। তবে, তাদের এই প্রস্থান ঘুরতে যাওয়া নাকি স্থায়ী হওয়ার উদ্দেশ্যে, তা এখনো স্পষ্ট নয়।
রোমান সানা বাংলাদেশ আনসারে চাকরি করতেন এবং সেখানে সামান্য অর্থ উপার্জন করতেন। বিয়ের পর এই আয়ে পরিবার চালানো তার জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। জাতীয় দলে থাকলেও আর্থিক সুবিধা সীমিত ছিল। ফলে হতাশায় একসময় তিনি জাতীয় দল থেকে অবসর নেয়ার ঘোষণা দেন এবং ফেডারেশনের সঙ্গে মনোমালিন্য হয়। পরবর্তীতে তিনি অবসর ভেঙে খেলায় ফিরতে চাইলেও এখনো জাতীয় দলে ফিরতে পারেননি।
দিয়া সিদ্দিকী বাংলাদেশের অন্যতম সেরা নারী আর্চার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করছিলেন। সাংবাদিক বাবার মেয়ে দিয়া এবং রোমানের দাম্পত্য জীবন প্রায় দুই বছরের। এই সময়ের মধ্যে তারা বড় সিদ্ধান্ত নেয়ার সাহস দেখিয়েছেন।
বাংলাদেশ আর্চারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক এই খবর শুনে বিস্মিত। তিনি বলেন, তারা আমাকে এই বিষয়ে কিছু বলেনি। যদি তারা সত্যিই আমেরিকায় স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেয়, তবে এটা বড় ধরনের চমক।
বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল জানান, রোমান-দিয়া ছুটিতে ছিল। তারা দেশের বাইরে যাচ্ছে শুনেছিলাম, তবে কোন দেশে এবং কবে যাচ্ছে, সে বিষয়ে কিছু জানায়নি।
রোমান এবং দিয়ার এই পাড়ি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় ধাক্কা। তারা দেশের হয়ে বহুবার সম্মান বয়ে এনেছেন। তবে আর্থিক চ্যালেঞ্জ এবং সামাজিক মর্যাদার অভাব ক্রীড়াবিদদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
The post মার্কিন মুল্লুকে পাড়ি জমালেন রোমান-দিয়া appeared first on Bangladesher Khela.