শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে এ সিদ্ধান্ত নেন।
অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা বলে কিছু থাকছে না। কিন্তু আমি একটি প্রক্রিয়ার মাধ্যমে যাব। এটাই আমার বক্তব্য।
এর আগে সব ধরনের পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীরাসহ দুই শতাধিক মানুষ। বিশেষ প্রয়োজনেও কাউকে বের হতে বা প্রবেশ করতে দেওয়া হয়নি। তাছাড়া খাবারও খেতে পারেননি আটকে থাকা ব্যক্তিরা। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে। পোষ্য কোটা বাতিল না হলে রোববার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
উদ্ভূত পরিস্থিতিতে রাত ৯টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তের কথা জানান উপচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
আলোচনার বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আলোচনায় সিদ্ধান্ত এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোনো ধরনের পোষ্য কোটা থাকবে না। উপাচার্য স্যার চাচ্ছেন একটা গ্রেজেটের মাধ্যমে এটা প্রকাশ করতে। যা একটু সময়সাপেক্ষ। তিনি আমাদেরকে কথা দিয়েছেন তিনি এটা অবশ্যই করবেন। ২০২৪-২৫ থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। আবেদন ফি কমানোর ব্যাপারে স্যারের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন আলোচনা সাপেক্ষে এটা অবশ্যই কমানো হবে। আমাদের এই দুইটাই যৌক্তিক দাবি ছিল যা অনেক চড়াই-উতরাই পেরিয়ে বাস্তবায়ন হতে চলেছে। আমরা খুবই আনন্দিত এই বিজয়ে।
শিক্ষার্থীদের সাথে বৈঠক শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ব্যক্তিগতভাবে আমি এ পোষ্য কোটার বিরুদ্ধে ছিলাম; কিন্তু উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতির প্রতি আমাকে শ্রদ্ধাশীল হতে হয়। আমি ঘোষণা দিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো পোষ্য কোটা থাকছে না।
খুলনা গেজেট/এইচ
The post শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা বাতিল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024