শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে এ কম্পনে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার চিলির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী আন্তোফাগাস্তায় ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে।
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৪ কিলোমিটার (৬৪.৬২ মাইল)।
১৯৬০ সালে চিলির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া এলাকায় ৯.৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ সেই ভূমিকম্পে ছয় হাজারের মতো মানুষ নিহত হয়।
খুলনা গেজেট/এনএম
The post চিলিতে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.