কিছু বছর আগে বলিউডে #MeToo আন্দোলনের ঝড় বয়ে যায়। একের পর এক বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ওঠে যৌন হেনস্থার অভিযোগ। সেই তালিকায় ছিলেন জনপ্রিয় পরিচালক সাজিদ খানও। যদিও বলিউড ধীরে ধীরে পুরোনো ছন্দে ফিরেছে, তবে সাজিদ তার ক্যারিয়ারে সেই ছন্দ খুঁজে পাননি।
সাজিদ খান তখন ‘হাউজফুল ফোর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। অভিযোগ ওঠার পর প্রযোজকরা তাকে পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেন। রাতারাতি… বিস্তারিত