গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৮ জন আসামী গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মো নাজমুল হোসেন(২৬)কে অত্র থানাধীন চর নিলক্ষীয়া এলাকা হইতে গ্রেফতার করেন। এসআই (নিঃ) জাহিদুল হাসান সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী মোঃ চাঁন মিয়া (৩২)কে অত্র থানাধীন স্টেশন এলাকা হইতে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করেন। এসআই (নিঃ) রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোঃ আহসান হাবীব প্রধান (২১)কে অত্র থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন। এএসআই (নিঃ) লাল মিয়া সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোঃ সুখ মিয়া (২০) ও শান্ত (২০), ময়মনসিংহকে অত্র থানাধীন জয়নুল আবেদীন পার্ক হইতে গ্রেফতার করেন। এসআই (নিঃ) কুমোদলাল দাস, এএসআই (নিঃ) আয়েছ মিয়া, ফরহাদ উদ্দিন প্রত্যেকে থানা এলাকার পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩ টি পরোয়ানা তামিল করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম – রামকৃষ্ণ বসাক, রামকৃষ্ণ বসাক ও রবি মিয়া (৩৫)।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
The post ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে গ্রেফতার ৮ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.