8:01 pm, Sunday, 5 January 2025

শীতের কুয়াশায় ছিন্ন আলো

আজ ভোরের আলোও যেন লজ্জায় মুখ লুকিয়েছে কুয়াশার চাদরে। ঠান্ডা হাওয়া এসে একেক করে জীবনকে জড়োসড়ো করে দিচ্ছে। আবির ছেঁড়া স্যান্ডেল পায়ে আর ছেঁড়া সোয়েটার পরে রেলস্টেশনের প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে। ক্ষুধার তাড়নায় পেট চিৎকার করে উঠলেও সে চুপ। পকেটে আছে মাত্র দুই টাকা। এই টাকায় পেটের ক্ষুধা মেটাবে নাকি শীতের কামড় ঠেকাবে, জানা নেই।

Tag :

শীতের কুয়াশায় ছিন্ন আলো

Update Time : 09:08:42 pm, Friday, 3 January 2025

আজ ভোরের আলোও যেন লজ্জায় মুখ লুকিয়েছে কুয়াশার চাদরে। ঠান্ডা হাওয়া এসে একেক করে জীবনকে জড়োসড়ো করে দিচ্ছে। আবির ছেঁড়া স্যান্ডেল পায়ে আর ছেঁড়া সোয়েটার পরে রেলস্টেশনের প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে। ক্ষুধার তাড়নায় পেট চিৎকার করে উঠলেও সে চুপ। পকেটে আছে মাত্র দুই টাকা। এই টাকায় পেটের ক্ষুধা মেটাবে নাকি শীতের কামড় ঠেকাবে, জানা নেই।