বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় স্বামীর বাড়িতে অনশন করছেন এক গৃহবধূ।
আজ দুপুর থেকে গৃহবধু তানিয়া বেগম তার স্বামী ইব্রাহিমের সাথে সংসার করবেন বলে এই দাবিতে অনশন শুরু করেন। গৃহবধূ তানিয়া একই উপজেলার ভরপাশা ইউনিয়নের আনোয়ার মল্লিকের কন্যা।
জানা যায়, স্বামী ইব্রাহিমের সাথে ১৪ বছর আগে তানিয়ার পারিবারিকভাবে এক লক্ষ টাকা কাবিনে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে তানিয়া বেগম তার স্বামী ইব্রাহিমের বিরুদ্ধে দুই মাস আগে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। এরপর থেকে তানিয়া তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। মামলা হওয়ার পর ইব্রাহিম আদালতের মাধ্যমে তার স্ত্রী তানিয়াকে তালাক দেন। দুই মাস পর আজ তানিয়া বেগম তার স্বামীর বাড়ির তালা ভেঙে আত্মীয়-স্বজন নিয়ে ওই বাড়িতে অবস্থান নেন স্বামীর সংসার করবেন বলে। এদিকে স্ত্রীর অবস্থান দেখে স্বামী ইব্রাহিম বাড়ির বাহিরে চলে যায়।
তানিয়া জানান, তার স্বামী ইব্রাহিম দীর্ঘদিন থেকে পরকীয়া প্রেম করে আসছে। ওই ঘটনার জেরে ইব্রাহিম তার উপর নির্যাতন করলে আদালতে স্বামীর বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেন। তালাকের বিষয়ে জানতে চাইলে তানিয়া বলেন- আমরা এখন পর্যন্ত কোন নোটিশ পাইনি।
এ বিষয় জানতে চাইলে ইব্রাহিম জানান, আমার স্ত্রী দীর্ঘদিন ধরে আমার অবাধ্য হয়ে চলাফেরা করছে। আমি দুই মাস আগেই তাকে আদালতের মাধ্যমে তালাক দিয়েছি। সে এখন আর আমার স্ত্রী নেই। আজ কোন অধিকারে লোকজন নিয়ে এসে আমার বাড়ির তালা ভেঙে আমার বাড়িতে অবস্থান করছে। এ বিষয়ে আমি বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
The post বাকেরগঞ্জে স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024