কীর্তি সুরেশ। দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা। গত বছরটা বিশেষ ছিল এই অভিনেত্রীর জন্য। কারণ, গত বছর তিনি সাত পাঁকে বাঁধা পড়েছিলেন। আর ২০২৪-এ অভিনেত্রীর বলিউডে অভিষেক হয়েছে। সম্প্রতি কীর্তি সুরেশ তার বিয়ের পোশাককে ঘিরে বিশেষ এক তথ্য জানালেন। গত ১২ ডিসেম্বর ছোটবেলার প্রেমিক অ্যান্থনি থাটিলকে বিয়ে করেছেন কীর্তি সুরেশ।
গোয়ায় দক্ষিণি রীতি মেনে তারা চিরবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের দিন অ্যান্থনি সাদা… বিস্তারিত