1:21 pm, Monday, 6 January 2025

প্রত্যাশার মোড়কে নববর্ষ

শিশিরভেজা ঘাসের উপর নস্টালজিক পদচিহ্ন
তবু যেতে ইচ্ছে করে বহুদূর জরাজীর্ণ ঠেলে।
পুরোনো আছে বলে নতুনের এত সৌন্দর্য
দুঃখ আছে বলেই এত স্বপ্ন, এত সুখ,
দুঃখ আর অবহেলা বুকে নিয়েও
কেউ একদিন হয়ে উঠে বিস্তৃত শস্যের মাঠ।
নতুন দিনের অঙ্গীকার নিয়ে, এসো আমরাও
শিশিরের মতো হেসে উঠি জল ও রোদের খেলায়।

Tag :

প্রত্যাশার মোড়কে নববর্ষ

Update Time : 10:07:09 am, Saturday, 4 January 2025

শিশিরভেজা ঘাসের উপর নস্টালজিক পদচিহ্ন
তবু যেতে ইচ্ছে করে বহুদূর জরাজীর্ণ ঠেলে।
পুরোনো আছে বলে নতুনের এত সৌন্দর্য
দুঃখ আছে বলেই এত স্বপ্ন, এত সুখ,
দুঃখ আর অবহেলা বুকে নিয়েও
কেউ একদিন হয়ে উঠে বিস্তৃত শস্যের মাঠ।
নতুন দিনের অঙ্গীকার নিয়ে, এসো আমরাও
শিশিরের মতো হেসে উঠি জল ও রোদের খেলায়।