2:41 pm, Monday, 6 January 2025

অস্ট্রেলিয়ার প্রাচীনতম মসজিদে একদিন

অস্ট্রেলিয়ার মাটিতে ১৩৭ বছরের পুরানো মসজিদ। ভিতরে ঢুকতেই প্রাণটা ভরে গেল। বাইরে ইট-পাথর আর ভিতরে কাঠের তৈরি ছোট্ট এই মসজিদটি আমাদের পূর্ব পরুষদের স্মৃতি মনে করিয়ে দেয় যারা ১৮৪০ সালের দিকে সূদুর আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়া এসেছিলেন অভিবাসী হিসেবে। বলছি অস্ট্রেলিয়ার প্রাচীনতম স্থায়ী মসজিদের কথা যা এখনও চালু আছে। আমরা সিডনি থেকে আট জনের একটি জামাত এসেছি অ্যাডিলেড শহরে। এই সুবাদেই দেখার সুযোগ হলো মসজিদটি।

দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটি। নাম কেন্দ্রীয় অ্যাডিলেড মসজিদ বা অ্যাডিলেড সিটি মসজিদ।

আফগানিস্তান থেকে আগত পাগড়ি ও জোব্বা পরিহিত, উস্ট্রি-আরহী আফগানিরাই এই মসজিদটি তৈরি করেছিলেন। এই কারণে স্থানীয়দের কাছে এটি আফগান মসজিদ নামেও পরিচিত। মসজিদটি ১৮৮৮-৮৯ সালে নির্মিত হয়েছিল।

ইতিহাস থেকে জানা যায়, মসজিদটি মূলত দক্ষিণ অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে আগত “আফগান” উটচালক এবং ব্যবসায়ীদের ইবাদত বন্দেগীর জন্য নির্মাণ করা হয়েছিল।

এর চারটি সুউচ্চ মিনার এখনও দর্শকের মন কাড়ে। হাজারো দর্শণার্থী এই মসজিদটি দেখতে আসেন।

লেখক : অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়।

 

খুলনা গেজেট/এনএম

The post অস্ট্রেলিয়ার প্রাচীনতম মসজিদে একদিন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

অস্ট্রেলিয়ার প্রাচীনতম মসজিদে একদিন

Update Time : 01:07:20 pm, Saturday, 4 January 2025

অস্ট্রেলিয়ার মাটিতে ১৩৭ বছরের পুরানো মসজিদ। ভিতরে ঢুকতেই প্রাণটা ভরে গেল। বাইরে ইট-পাথর আর ভিতরে কাঠের তৈরি ছোট্ট এই মসজিদটি আমাদের পূর্ব পরুষদের স্মৃতি মনে করিয়ে দেয় যারা ১৮৪০ সালের দিকে সূদুর আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়া এসেছিলেন অভিবাসী হিসেবে। বলছি অস্ট্রেলিয়ার প্রাচীনতম স্থায়ী মসজিদের কথা যা এখনও চালু আছে। আমরা সিডনি থেকে আট জনের একটি জামাত এসেছি অ্যাডিলেড শহরে। এই সুবাদেই দেখার সুযোগ হলো মসজিদটি।

দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটি। নাম কেন্দ্রীয় অ্যাডিলেড মসজিদ বা অ্যাডিলেড সিটি মসজিদ।

আফগানিস্তান থেকে আগত পাগড়ি ও জোব্বা পরিহিত, উস্ট্রি-আরহী আফগানিরাই এই মসজিদটি তৈরি করেছিলেন। এই কারণে স্থানীয়দের কাছে এটি আফগান মসজিদ নামেও পরিচিত। মসজিদটি ১৮৮৮-৮৯ সালে নির্মিত হয়েছিল।

ইতিহাস থেকে জানা যায়, মসজিদটি মূলত দক্ষিণ অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে আগত “আফগান” উটচালক এবং ব্যবসায়ীদের ইবাদত বন্দেগীর জন্য নির্মাণ করা হয়েছিল।

এর চারটি সুউচ্চ মিনার এখনও দর্শকের মন কাড়ে। হাজারো দর্শণার্থী এই মসজিদটি দেখতে আসেন।

লেখক : অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়।

 

খুলনা গেজেট/এনএম

The post অস্ট্রেলিয়ার প্রাচীনতম মসজিদে একদিন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.