প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৫, ১২:৫৭ পি.এম
বাংলাদেশে এখনই ট্রেন চালাতে রাজি নয় ভারত
চিলাহাটি ওয়েব ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যে ৮টি ইন্টারচেঞ্জ থাকলেও ৫টি সচল আছে।
এর মধ্যে ৩টি পথে যাত্রীবাহী ট্রেন ১৮ জুলাইয়ের আগ পর্যন্ত চলাচল করেছিল। নিরাপত্তাঝুঁকির কারণে গত ১৮ জুলাই বাংলাদেশের সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করা হয়। ওই দিন থেকে বাংলাদেশ ও ভারতের মাঝে চলমান আন্তর্দেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রেনগুলো হলো- নীলফামারী জেলার চিলাহাটির উপর দিয়ে চলাচলকারী মিতালী এক্সপ্রেস, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতা চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা রেলস্টেশন থেকে কলকাতা চলাচলকারী বন্ধন এক্সপ্রেস।
দীর্ঘদিন ধরে সব ট্রেন বন্ধ রয়েছে।
যদিও বাংলাদেশের সঙ্গে ভারতের সড়ক ও আকাশপথের যোগাযোগ সচল রয়েছে। যাদের আগে থেকে ভিসা নেওয়া আছে তারা বাসে ও বিমানে করে ভারতে যেতে পারছে।
মুঠো ফোনে কথা হলে গ্রীন লাইন পরিবহনের আরামবাগ কাউন্টারের ‘সৌহার্দ্য’ সেবার ব্যবস্থাপক মো. জাহিদুল চিলাহাটি ওয়েবকে বলেন- ‘নিয়মিতভাবেই আমাদের বাস ছেড়ে যাচ্ছে। এক বাসেই সরাসরি কলকাতা যাওয়া যাচ্ছে।’
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024