কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী থানা পুলিশ হত্যা ও নাশকতার মামলার আসামি যুবলীগ নেতা মঞ্জু শেখকে গ্রেফতার করেছে।
কাউখালী থানা পুলিশের মাধ্যমে জানা গেছে, কাউখালী থানার এসআই রাশিদুল ইসলামের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করে শুক্রবার ৩ জানুয়ারি গভীর রাতে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের মনোয়ার হোসেন শেখের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগের উপজেলা শাখার সদস্য মঞ্জু শেখ(৪৩) বেকুটিয়ার নিজস্ব বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, মঞ্জু শেখ এর বিরুদ্ধে হত্যা, নাশকতা সহ ৪টি মামলা চলমান রয়েছে। আসামিকে শনিবার সকালে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
The post কাউখালীতে না*শক*তা মামলায় যুবলীগ নেতা গ্রে*ফতা*র appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.