কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়া কলেজ শিক্ষার্থী সৌমিক জোয়ার্দ্দারের (১৮) মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সৌমিকের মামা প্রভাষক হামিদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর-দৌলতপুর সড়কের সিংপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সৌমিক।
কলেজ শিক্ষার্থী সৌমিক জোয়ার্দ্দার মিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মিরপুর মাহামুদা চৌধুরী কলেজের প্রভাষক আব্দুল মজিদ জোয়ার্দ্দারের একমাত্র ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৪ ডিসেম্বর সৌমিকসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে চা খেতে বের হয়। পরে ওইদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মিরপুর-দৌলতপুর সড়কের সিংপুরে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। এরমধ্যে সৌমিকের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ একমাস লাইফসাপোর্টে থাকার পর শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মিরপুর প্রেসক্লাব গভীরভাবে শোকাহত।
সৌমিকের জানাজার নামাজ শনিবার বাদ আছর মিরপুর ওয়াবদা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এএজে
The post সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী সৌমিক আর নেই appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024