বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলামের নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, যে ছাত্ররা সেদিনকে অন্যায়ের প্রতিবাদে ক্লাস রুম ছেড়ে আন্দোলন সংগ্রামে রাজপথে নেমেছিলো এবং ৫ আগস্ট যুদ্ধে তারা বিজয় হয়েছিলো তাদেরকে ক্লাসে ফিরে গিয়ে অসম্পূর্ণ শিক্ষা সম্পন্ন করতে হবে।
শনিবার (৪ জানুয়ারি) বেলা ১২ টায় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, যারা নিজের স্বার্থ বিসর্জন দিতে পারে তারাই দেশকে রক্ষা করতে পারেন। ছাত্ররা জীবন দিয়েছিলো সেই ৯০ প্রজন্ম তরুন প্রজন্ম তারাই কিন্তু এ দেশের ভবিষ্যত এটাই মেনে নিতে হবে।
গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
বিশেষ অতিথি বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক ও তারেক রহমান কোকো ক্রিড়া পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোর্শেদ হাসান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, কেন্দ্রীয় তাতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আউয়াল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বিএম রেজাউল করিম সোহাগ। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে উপজেলার ১৬ টি ইউনিয়নসহ পৌরসভার প্রত্যন্ত গ্রাম থেকে দলের নেতাকর্মীরা খন্ড খন্ড বর্নাঢ্য মিছিল নিয়ে সমবেত হলে সভাস্থল কানায় কানায় পরিপূর্ন হয়ে উঠে।
খুলনা গেজেট/এএজে
The post ‘যারা নিজের স্বার্থ বিসর্জন দিতে পারে তারাই দেশকে রক্ষা করতে পারেন’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.