ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪-এ মোজো দেশের ১ নম্বর বেভারেজ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি লাভ করেছে। দেশের বাজারের সকল জাতীয় এবং আন্তর্জাতিক কোমল পানীয় ব্র্যান্ডগুলোর মাঝে মোজো এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করে।
বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘মোজো’ এর পক্ষ থেকে পুরষ্কার গ্রহণ করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি: এর ডিরেক্টর (অপারেশন্স) সৈয়দ জহুরুল আলম (রুমন), চিফ মার্কেটিং অফিসার জনাব মাইদুল ইসলাম, জেনারেল ম্যানেজার (সেলস) জনাব রেজাউল করিম, ব্র্যান্ড ম্যানেজার জনাব আদনান শফিক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
২০০৬ সালে যখন দেশের মার্কেটে বিদেশি কোলা ব্র্যান্ডের জয়জয়কার। তখনই দেশি কোলা ব্র্যান্ড হিসেবে ‘মোজো’ বাংলাদেশের কোলা মার্কেটে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠিত বহুজাতিক ব্র্যান্ড এর সাথে প্রতিযোগিতা করা সহজ ছিল না। তবে মোজো’র ইউনিক প্যাকেজিং, নিত্যনতুন ব্র্যান্ড-মার্কেটিং কমিউনিকেশন ও বিভিন্ন উৎসব উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন দেশজুড়ে তরুণদের মাঝে আলোড়ন তৈরি করে! ১৮ বছরের যাত্রায় মোজো ধীরে ধীরে হয়ে উঠে বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড।
২০২৩ সালে মোজো একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করে প্যালেস্টাইনের নিপীড়িত মানুষের জন্য একটি মানবিক ক্যাম্পেইন শুরু করে। এই ক্যাম্পেইনে মোজো তাদের প্রতিটি বোতল বিক্রির ১ টাকা ডোনেট করে যাচ্ছে প্যালেস্টাইনের মানুষদের সাহায্যার্থে।
এই উদ্যোগটি বিশেষ করে তরুণদের মধ্যে এবং দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং মোজোকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশের মানুষের ভালোবাসায় মোজো এখন বাংলাদেশের ১ নম্বর বেভারেজ ব্র্যান্ড।
The post মোজো এখন বাংলাদেশের ১ নম্বর বেভারেজ ব্র্যান্ড appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024