এবার বিনা চাষে সরিষা আবাদ করেছেন ময়মনসিংহের কৃষকরা। বিনা খরচে সরিষা আবাদ করে ফলন ভালো হওয়ার প্রত্যাশা তাদের। আগামীতে সরিষার আবাদ আরও বাড়বে বলছেন তারা। কৃষি বিভাগ বলছে, বিনা চাষে সরিষা আবাদ করে লাভবান হবেন কৃষকরা।
ময়মনসিংহ সদরের ঘাগড়ার চকনজু গ্রামের শহীদুল্লাহ মোড়লের ছেলে কৃষক রুবেল মিয়া (৩৫)। স্থানীয় কৃষি বিভাগের কাছ থেকে পরামর্শসহ প্রণোদনা হিসেবে বীজ ও সার পেয়ে ৩৩ শতক জমিতে বিনা চাষে সরিষার… বিস্তারিত