সবার সাথে আলোচনা করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়াই অন্তবর্তী সরকারের এখন জরুরি কাজ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যথায় নির্বাচনকে প্রলম্বিত করার সব কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে।
চৌদ্দ দিনের লন্ডন সফর শেষে রোববার (৫ জানুয়ারি) ঢাকায় ফিরে বিমান বন্দরে সাংবাদিকদের এসব বলেন তিনি।
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি জানিয়ে তিনি বলেন খুব শিগগিরই দেশে ফিরবেন তিনি।সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য সব ধরনের প্রয়াস নেয়ার নির্দেশ দিয়েছেন।
নতুন যে কোন দলকে বিএনপি স্বাগত জানায় তবে তা যেন কিংস পার্টির মতো না হয় সে কথাও বলেন তিনি। বিএনপির এই নেতা আরো বলেন, সংবিধানকে কবর দেয়া যায় না বরং প্রয়োজন হলে সংবিধান পরিবর্তন ও পরিমার্জন করা যেতে পারে।
The post ‘খুব শিগগির দেশে ফিরবেন তারেক রহমান’ appeared first on Ctg Times.