আধ্যাত্মিক ও ভাবসংগীতের ঐশ্বর্যমণ্ডিত কণ্ঠ শফি মণ্ডল এবার আত্মানুসন্ধানী মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন। নাম তার ‘ঠিকানা’। গানের কথাগুলো এমন- ‘পিতার মগজ, মায়ের জঠর, ফুটাইলো ফুল অনুরাগে, ছিলাম কোথায়, এলাম কোথায়, যাবো কোথায় শেষের ভাগে’।
গানটি রচনা করেছেন সাধক গীতিকবি ও গবেষক শাকির দেওয়ান এবং তাতে সুরারোপ করেছেন হাবিব মোস্তফা। সংগীতায়োজনে ছিলেন অণু মোস্তাফিজ। নতুন বছর উপলক্ষে শিগগিরই গানচিল ফোক-এর… বিস্তারিত