দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)এর নতুন রেজিস্ট্রার (অ.দা.) হিসেবে দায়িত্ব পেয়েছেন বগুড়া জেলার গাবতলী উপজেলার কৃতি সন্তান, পবিপ্রবি’র বিএনপি পন্থী সাদা দলের সাধারণ সম্পাদক ও ইউট্যাব এর যুগ্ম সম্পাদক এবং পবিপ্রবি’র কৃষি অনুষদের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ণ বিভাগের সিনিয়র প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন ।
রবিবার (৫ জানুয়ারী) বর্তমান রেজিস্ট্রার প্রফেসর মোঃ আবদুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, প্রো ভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফকে ধন্যবাদ জানান।
দায়িত্বে যোগদান করে ড. ইকতিয়ার উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে এই দায়িত্ব এটি আমার জন্য এক অসাধারণ সম্মান এবং চ্যালেঞ্জ। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সবার প্রতি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় যিনি আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। রেজিস্ট্রার হিসেবে আমার প্রধান দায়িত্ব হবে প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং শিক্ষার মান উন্নয়নে অবদান রাখা। আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ও শিক্ষকদের গবেষণা এবং পাঠদানে সহযোগিতা করতে প্রশাসনকে আরও দক্ষ ও স্বচ্ছ করে তুলতে আমি সর্বদা সচেষ্ট থাকব।
ড. ইকতিয়ার উদ্দিন বলেন, আমি বিশ্বাস করি, একটি প্রতিষ্ঠান কেবল তখনই এগিয়ে যেতে পারে, যখন সবার সম্মিলিত প্রচেষ্টা থাকে। আমি সবার মতামত ও সমর্থনকে মূল্যায়ন করব এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতায় নিয়ে যেতে কাজ করব।
তিনি আরও বলেন, আমি এই দায়িত্ব পালন করতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ। সবার সহযোগিতা পেলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমাদের বিশ্ববিদ্যালয়কে গর্বের স্থানে পৌঁছে দিতে। তিনি সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক
প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নতুন রেজিস্ট্রারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনার যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষ নেতৃত্বে আমাদের পবিপ্রবিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা একসঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি এবং নতুন দিগন্ত উন্মোচনে সক্ষম হব। তিনি নতুন রেজিস্ট্রার এর সাফল্য ও সুস্থতা কামনা করেন।
প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন ২০০২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে কৃষিতে বিএসসি (অনার্স) এবং ২০০৫ সালে কৃষি সম্প্রসারণ এর উপর এমএস ডিগ্রি অর্জন করেন।
এছাড়া তিনি চায়না কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রি এবং ২০২১ সালে নেদারল্যান্ডের ওয়াখিনিংগেন ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জার্মানী ও ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
শিক্ষক জীবনে তিনি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ণ বিভাগের ২০০৬ সালে প্রভাষক, ২০০৮ সালে সহকারী অধ্যাপক, ২০১৪ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সাল থেকে বর্তমানে অধ্যাপক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। তিনি জুলাইয়ের বিপ্লব পরবর্তী আগষ্টে পবিপ্রবি’র গুরুত্বপূর্ণ আইকিউএসি সেল এর পরিচালক পদে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি কর্নেল ইউনিভার্সিটি আমেরিকা ও আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন কেন্দ্র চায়নার রিসার্চ ফেলো হিসেবে দীর্ঘদিন কাজ করেন। ড. ইকতিয়ার জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো হিসেবে কাজ করেন।
ড. মোঃ ইকতিয়ার উদ্দিন ১৯৭৯ সালের ২৮ অক্টোবর বগুড়া জেলার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম ছালামতুল্লাহ এবং মা গৃহিণী আলতাফুন্নেছার ঘরে জন্মগ্রহন করেন। তিনি সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন।
The post পবিপ্রবির নতুন রেজিস্ট্রার হলেন বিএনপি পন্থী শিক্ষক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.